banner register donor

রক্তদান জীবন বাঁচায়

রহিম ও সুমাইয়ার মত থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের বেঁচে থাকার জন্য প্রতি মাসে ১ থেকে ২ ব্যাগ রক্ত নিতে হয়। থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতালে প্রায় ৮০০০ জন থ্যালাসিমিয়া রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছে। তাদের জন্য প্রতিদিন ১০০ থেকে ১২০ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।

থ্যালাসিমিয়া রোগীদের জীবন বাঁচাতে রক্তদাতা হিসেবে নিবন্ধন করুন।